কমলনগরে বিএনপি মনোনীত ‘প্রার্থী’র মনোনয়ন ফরম ছিনতাই
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বিএনপির সম্ভাব্য প্রার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিনের মনোনয়ন ফরম ছিনিয়ে নিয়ে গেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কমলনগর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মোসলেহ উদ্দিন বলেন, ‘দুপুরে নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম কিনে নিয়ে আসার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাঁর কাছে থেকে ফরম ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেয়।’
কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্তে তোরাবগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিনকে মনোনয়ন ফরম নিতে বলা হয়। যুবদল নেতা উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম কিনে ফেরার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার ফরম ছিনিয়ে নিয়ে যায়।
কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ বলেন, বিএনপির দলীয় কোন্দলে এমনটি হতে পারে। যুবলীগ ও ছাত্রলীগ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মোট ৯টি ইউনিয়নর মধ্যে প্রথম দফায় ২২ মার্চ ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ রয়েছে।