প্লাস্টিক ফ্যাক্টরির ওয়াল ধস, প্রাণে রক্ষা পেলেন শ্রমিকরা
সিরাজগঞ্জে জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল ধসে পড়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল হঠাৎ করে ধসে পড়ে। এ সময় প্রায় শতাধিক নারী ও পুরুষ শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করছিলেন।
জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং ফ্যাক্টরির মালিক জিনহার আলী বলেন, ‘গত বছর কালবৈশাখী ঝড়ে ফ্যাক্টরির বাউন্ডারী ওয়াল বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বেশ কয়েকটি পিলার হেলে পড়ে। আজ বিকেলে হঠাৎ করে ফ্যাক্টরির পশ্চিম সাইডের ওয়াল ধসে মাটিতে পড়ে যায়। তবে এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। গত বছর ঝড়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আজও ক্ষতিগ্রস্ত হলাম।’
ফ্যাক্টরির শ্রমিক সোনাবী বলেন, ‘বিকেলে আমরা ফ্যাক্টরিতে কাজ করছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাউন্ডারী ওয়াল ধসে পড়ে। আল্লাহ রহম করছে বলে আমরা প্রাণে রক্ষা পাইছি।’