লিবিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা, নিহত ৪৩
লিবিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এতে ৪৩ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার এ হামলা হয়।
রয়টার্সের খবরে বলা হয়, হামলায় শীর্ষ এক জঙ্গি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই জঙ্গি লিবিয়ার পার্শ্ববর্তী দেশ তিউনিসিয়ায় দুটি প্রাণঘাতী হামলা চালিয়েছিলেন।
শুক্রবারেরটি ছিল গত তিন মাসের মধ্যে লিবিয়ায় চালানো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, লিবিয়ার সাবরাতা এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ওই ক্যাম্পটিতে তিউনিসীয় আইএস নেতা নুরুদ্দিন চৌচানের আনাগোনা ছিল। গত বছর তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জাদুঘর এবং সৌসে এলাকার একটি সৈকতে হামলা চালানোর ঘটনায় মূল সন্দেহভাজন মনে করা হয় সৌসেকে।
হামলার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, বিমান থেকে ছোড়া বোমায় চৌচানের মৃত্যুর সম্ভাবনাই বেশি। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, বিমান হামলার ফল কী হয়েছিল, তা নিশ্চিত নন তিনি।
সাবরাতা শহরের মেয়র হোসেইন আল-তোয়াদি রয়টার্সকে বলেন, মার্কিন বিমান শহরের তালিল এলাকার একটি ভবনে আঘাত হানে। ওই ভবনটিতে অনেক বিদেশি থাকতেন।