আফিয়া নুসরাত বর্ষা মডেল ও অভিনেত্রী। মডেল হিসোবে ক্যারিয়ার শুরু করেন বর্ষা। ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ-দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম ‘দিন : দ্য ডে’ এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। ছবি : আফিয়া নুসরাত বর্ষার ফেসবুক পেজ থেকে।