কাকডাঙা সীমান্তে এলএসডিসহ গ্রেপ্তার ১
সাতক্ষীরা কলারোয়ার কাকডাঙা সীমান্তে ২০০ মিলি এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ মো. ইসহাক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
গ্রেপ্তার চোরাচালানকারী কাকডাঙা এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে কাকডাঙা সীমান্তের সীমানা পিলার ১৩/৩-এর ২ আরবি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাঁছি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে কেড়াগাঁছি গ্রামে অভিযান চালিয়ে চার বোতল নিষিদ্ধ মাদকসহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রতি বোতলে ৫০ মিলি এলএসডি থাকে।
গ্রেপ্তার আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।