ধলেশ্বরীতে নিখোঁজ ২ শিশুর এক জনের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশু আমির হামজার (৭) মরদেহ উদ্ধার করে।
শিশু আমির হামজা উপজেলার চান্দেরচর গ্রামের আব্দুর আউয়ালের ছেলে। নিখোঁজ শিশুর নাম রিমন হোসেন (৯)। সে-ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চান্দেরচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে শিশু আমির ও রিমন। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে নিখোঁজ হয়। পরে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাট নৌফায়ার সার্ভিসের (শ্যামপুর জোন) ডুবুরীদল উদ্ধার অভিযানে নামে।
সদরঘাট নৌফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তারা ধলেশ্বরী নদীতে উদ্ধারকাজ শুরু করেন। পরে রাত সোয়া ৮টার দিকে আমির হামজা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে রিমন নামে অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে। রাত ৯টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আবারও অভিযানে নামবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।