সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ৩
সাতক্ষীরায় তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় অ্যাম্বুলেন্সের যাত্রী নবজাতক, মাসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (১০ মে) তালা উপজেলার মির্জাপুর এলাকায় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। নবজাতকসহ নিহত ব্যক্তিরা হলেন আশাশুনির শোভনালী ইউনিয়নের আলাউর গাইনের স্ত্রী তানজিলা বেগম (৪০), তার একদিনের শিশু ও তার স্বজন সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ডালিম হোসেন।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী জানান, নিহত ওই মহিলার গর্ভে জমজ সন্তান ছিল। সাতক্ষীরার একটি ক্লিনিকে তিনি বাচ্চা প্রসব করেন। আরেকটি সন্তান জন্মের সময় জটিলতা দেখা দেওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।