চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড় মোখা উপকূল পেরিয়ে যাওয়ায় ও মহাবিপদ সংকেত তুলে নেওয়ার ৬০ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকাসহ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শাহাদাত হোসেন।
এর আগে গত শুক্রবার (১২ মে) রাতে ঘূর্ণিঝড় মোখার কারণে চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় গত শুক্রবার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। ওই সময় থেকে চাঁদপুর-ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে ৬০ ঘণ্টা বন্ধ থাকে লঞ্চ চলাচল। সোমবার মোখার মহাবিপদ সংকেত তুলে নেওয়ায় পর সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এখন থেকে পূর্বের সিডিউল অনুয়ায়ী লঞ্চ চলাচল করবে।