ঘানায় নৌকাডুবিতে নিহত ৫
ঘানার সাবানাহ অঞ্চলে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় একজন কর্মকর্তা শনিবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের (এনএডিএমও) সাবানাহ আঞ্চলিক সমন্বয়কারী বাভুক এডামস বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘কাপান্দাইয়ে যাওয়ার সময় একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকায় ফাটল ধরে এবং পানি ঢুকে পড়ে। একপর্যায়ে সেটি ডুবে যায়। যদিও নৌকার যাত্রী ও চালকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আপ্রাণ চেষ্টা করেছেন।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।’