বিএনপির অস্থায়ী কার্যালয় খোকনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
নরসিংদীতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৩১ মে) বিকেল এ ঘটনা ঘটে।
খায়রুল কবীর খোকনের বাসভবন ও বিএনপির অস্থায়ী কার্যালয়ের আগুন মুহূর্তেই নিচতলা থেকে দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে বাড়িটির দোতালার অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মুখোশধারী দুর্বৃত্তরা বিএনপির অস্থায়ী কার্যালয়ের ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের বাড়িঘরসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, তাঁরা বিকেল ৫টা ৮ মিনিটে খবর পেয়ে ১২ মিনিটে মধ্যে (৫টা ২০ মিনিট) ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে বাসার ভেতরের সব ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। আগুন কীভাবে লেগেছে তা তিনি বলতে না পারলেও ঘরের ভেতর থেকে দুটি ককটেল পাওয়ার কথা জানান।
খোকনের নিকটতম প্রতিবেশী সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈদয় উদ্দিনসহ প্রতিবেশীরা জানায়, দুষ্কৃতকারীরা রাম দা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে সাত-আটটি অটোরিকশা ও একটি দামি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। পরে তারা খোকনের বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দরজার তাল ভেঙে প্রথমে মেঝেতে ও পরে বাড়ির চারদিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তারা আশপাশের দোকানেও হামলা চালায়।
গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলাম (২০)। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন নিহত সাবেক ছাত্রদলনেতার ভাই আলতাফ হোসেন। এই মামলায় জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎসহ তিন জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এরই জের ধরে আজ বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন লাগায় দুর্বৃত্তরা।