টেরিটরি অফিসার পদে অনভিজ্ঞদের নিয়োগ দেবে ব্যাট
টেরিটরি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (ব্যাট)। সম্পূর্ণ অনভিজ্ঞরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
বিশ্ববিদ্যালয় বা বিজনেস স্কুল থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ৩.৩০ বা অধিক জিপিএ (৪.০০-এর মধ্যে) প্রাপ্ত হলে তা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণনা করা হবে। আবেদনকারীদের অবশ্যই ইংরেজি ও বাংলায় যোগাযোগে দক্ষ ও ঢাকার বাইরে যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাট) ওয়েবসাইটের (https://krb-xjobs.brassring.com/tgwebhost/jobdetails.aspx?jobId=145952&partnerid=30015&siteid=5134&Codes=Linkedin) মাধ্যমে আবেদন করতে পারবেন ১৮ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : লিংকডইন