কলকাতায় যাচ্ছে নিশোর ‘সুড়ঙ্গ’
কলকাতায় মুক্তি পাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। শুক্রবার (১৪ জুলাই) তারিখ সমেত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)। তারাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ পরিবেশনা করছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে সিমেমাটি।
সোশ্যাল বার্তায় এসভিএফ বলেছে, “অপেক্ষার অবসান। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ‘সুড়ঙ্গ’ এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।”
তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটা এখনও জানায়নি এসভিএফ।
গত ২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহে টানা হাউজফুল শো চলছে সিনেমাটি। যদিও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন হললিস্ট এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। ফলে এই মুহূর্তে দেশের কতগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, তা অস্পষ্ট।
দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলবে বলে দাবি ছবিটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মসের।
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।