আ. লীগের মনোনয়ন না পেয়ে শ্রীনগরে বিক্ষোভ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে তারা ঢাকা-দোহার মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
গতকাল সোমবারও একই দাবিতে বিক্ষোভ করে আওয়ামী লীগের ওই অংশের নেতাকর্মীরা। ভাগ্যকুল ইউপিতে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে প্রার্থী না করায় এ বিক্ষোভ করে তাঁর সমর্থকরা।
বিক্ষোভকারী নেতাকর্মীরা জানায়, মনোনয়নের জন্য স্থানীয়ভাবে যাচাই ও বাছাই করে ভাগ্যকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের নাম পাঠানো হয়। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে কাজী শাহাদাত হোসেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মিলন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মামুন কবীর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাপ্পু সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শেখ, ওলামা লীগের সভাপতি মালেক ফকির, শ্রমিক লীগের সভাপতি মো. ইয়াসিন ব্যাপারী প্রমুখ।
লৌহজং সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু জানান, অল্প-কিছুক্ষণ সড়ক অবরোধ ছিল। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে বিক্ষোভ করে।