জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। আজ বুধবার (২৬ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৮৩ হাজার ৭৯ জন। ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত ৮ টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে।