এনজিওর ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোসল দিনমজুরের
এনজিওর ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোছল করেছেন শেরপুরের নালিতাবাড়ীর শহিদুল ইসলাম নামে এক দিনমজুর। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে দুধ দিয়ে গোসল করেন।
এর আগে স্থানীয় একটি এনজিও থেকে নেওয়া ঋণমুক্ত হতে শহিদুল ইসলাম তাঁর একমাত্র গরুটি বিক্রি করে দেন।
স্থানীয়রা জানয়, উপজেলার বাঘবের ইউনিয়নের জাংগালিয়াকান্দা গ্রামের দিনমজুর শহিদুল ইসলাম এক বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। কিস্তিতে ঋণের টাকা পরিশোধের শর্ত থাকলেও তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। শেষ পর্যন্ত এনজিও কর্মকর্তাদের চাপে তিনি তাঁর পালিত হাঁস-মুরগি এবং ডিম বিক্রি করে একটা কিস্তি শোধ করেন। এর পরও এনজিও কর্মকর্তারা চাপ দিতে থাকলে তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করে ঋণের পুরো টাকা শোধ করে দেন।
এনজিও কর্মকর্তাদের চাপে ঋণের সব টাকা শোধ করে শহিদুল স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে দুধ দিয়ে গোসল করেন।