তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় সনদ পেল এনসিসি ব্যাংক
তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ISO 27001:2022 সনদ পেয়েছে এনসিসি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনোভেশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে সম্মাননা প্রাপ্তি উদযাপন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, সহযোগী পার্টনার এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টসসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল ইসলাম মিশু, এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ও এম. আশেক রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ভিপি এবং হেড অব সিকিউরিটি ও লজিস্টিকস মো. গালিব আসাদউল্লাহ এবং ইআইসির চিফ অপারেটিং অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া ব্যাংকটির তথ্য প্রযুক্তি বিভাগ, মানবসম্পদ বিভাগ, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং ইআইসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকটির নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘ISO 27001:2022 সনদ প্রাপ্তির মাধ্যমে এনসিসি ব্যাংক তথ্য নিরাপত্তার ব্যবস্থাপনা নতুন উচ্চতায় উন্নীত হলো এবং গ্রাহকদের তথ্যের নিরাপত্তা আরও বেশি সুরক্ষিত হলো। এনসিসি ব্যাংক গ্রাহকদের তথ্যের নিরাপত্তা প্রদানে ও সংবেদনশীল তথ্য সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ।’
মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘মাত্র দুই মাসের মধ্যে নিরাপত্তা সনদ পেয়েছে এনসিসি ব্যাংক, যা এই খাতে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সবার প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।’