বর্ষাকালের নেইল আর্ট
বর্ষাকাল মানেই বৃষ্টি উপভোগ করা। পাশাপাশি, নিজের যত্ন নেওয়া। মাথার ত্বকের যত্ন থেকে শুরু করে স্কিনকেয়ার, পায়ের যত্ন সবই এই ঋতুতে নিতে হয়। তবে মেঘলা আবহাওয়াতে দেখা দেয় হতাশা এবং বিপর্যয়। তাই এ সময় মেজাজ উজ্জ্বল করার জন্য নেইল আর্ট করতে পারেন। অদ্ভুত নেইল আর্ট ডিজাইনগুলো আপনার মনের সাথে বিচিত্র ভাবে খেলবে।
নখ বিশেষজ্ঞ ধ্বনি দামানি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে, “বর্ষা এমন একটি ঋতু যেখানে মনোবল বাড়ানোর জন্য নখের নকশা পরিবর্তন করা উচিত। যেসব নারীরা নেইল ডিজাইন করতে পছন্দ করেন, তাদের জন্য বর্ষা একটি উপযুক্ত সময়। হালকা নীল বা গোলাপী রঙ ব্যবহার করতে পারেন। রংধনু নখ বা ছাতার নকশা বেছে নিতে পারেন। যা একটি ক্লাসি লুক এনে দিবে আপনাকে”।
দামানি পরামর্শ দেন, “বর্ষাকালে ধূসর, গোলাপী, বেইজ, স্কাই ব্লু বা ভ্যানিলা হোয়াইটের মতো হালকা শেডগুলো বেছে নিন। নেইল পেইন্ট জানা থাকলে ইউনিকর্ন, ছাতা, মেঘ বা বজ্রপাতের নকশা স্থাপন করতে পারেন”। অন্যদিকে, নেইল আর্টিস্ট বিমল গুপ্তা বলেন, “বর্ষাকালে মাটির সুরের সাথে সামঞ্জস্য রেখে নীল, সবুজ এবং বাদামী রঙের শেডগুলো বেছে নিন। থ্রিডি ওয়াটার ড্রপও সংযোজন করে নিতে পারেন”।
প্রাণবন্ত রঙ
বর্ষাকালে প্রাণবন্ত রঙ দিয়ে নখ রঙিন করুন। এই ঋতুতে ওমব্রে আপনার জন্য নিখুঁত প্যাটার্ন হতে পারে। যে কোন রঙের সাথে নীল রঙের ছোঁয়া আনুন। এতে জাদুকরী দেখাবে।
মার্বেল আর্ট
মার্বেল আর্ট ভাইরাল হওয়া প্রবণতাগুলোর মধ্যে একটি। পেশাদারভাবে করা হলে এগুলো নিখুঁত দেখায়। আপনি বর্ষাকালে রংধনুর রঙ বা নীল রঙের শেডগুলো বেছে নিতে পারেন।
ফোম আর্ট
ফোম আর্ট বর্ষাকালের একটি ট্রেন্ডিং ডিজাইন। বর্ষার সর্বোত্তম পরিবেশ দেওয়ার জন্য নেলপলিশের ক্ষেত্রে অন্ধকার রঙের শেডগুলো বেছে নিন। যেমন- কালো, ধূসর, গাঢ় নীল ইত্যাদি।
সূত্র : হিন্দুস্তান টাইমস