সর্বাধিক প্রচারিত দৈনিক কবজা করল তুরস্ক
তুরস্কের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘জামান’এর নিয়ন্ত্রণ নিয়েছে সরকার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালুর বরাত দিয়ে আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দৈনিক জামানের প্রচারসংখ্যা সাড়ে ছয় লাখ। পত্রিকাটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের রাজনৈতিকবিরোধী যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক ছিল। এ কারণে সরকার পত্রিকাটিকে কবজা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্দালুর শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুলের একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামানের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আলজাজিরা। তবে তাৎক্ষণিকভাবে কারো মন্তব্য নেওয়া যায়নি।
আন্দালুর প্রতিবেদনে আরো বলা হয়, দৈনিক জামান ফেতুল্লাহ গুলেনের সংগঠন ‘গুলেন মুভমেন্ট’কে (যাকে সরকার ফেতুল্লাহিস্ট টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করে) প্রশংসা ও সাহায্য করেছে বলে আইনজীবীরা অভিযোগ করেছেন।
আন্দালুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেতুল্লাহ গুলেনের সংগঠনকে আর্থিক পৃষ্ঠপোষকতার অভিযোগে বিখ্যাত এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
ফেতুল্লাহ গুলেনের সঙ্গে ২০১৩ সাল পর্যন্ত সখ্য ছিল এরদোয়ানের। তবে কিছু রাজনৈতিক পটপরিবর্তনে এ সম্পর্কের অবনতি হয়।
এরদোয়ানের মতে, গুলেন বিচার বিভাগ, পুলিশ ও গণমাধ্যমে নিজ সমর্থক তৈরি করছেন যাতে সরকারকে উৎখাত করা যায়। যদিও গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক জামান জব্দের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বিভিন্ন সংগঠন।
পত্রিকাটির প্রধান সম্পাদক আবদুলহামিত বিলিচি বলেন, ‘গত তিন-চার বছর ধরে সরকারের বিরুদ্ধে কথা বললেই কাউকে হয় আদালতে মামলার মুখোমুখি কিংবা কারাবরণ করতে হচ্ছে অথবা নিয়ন্ত্রণের সম্মুখীন হতে হচ্ছে।’
‘এটা আমাদের দেশের, গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর নির্বাহী পরিচালক জোয়েল সিমন এক বিবৃতিতে বলেন, ‘আজকের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে তুরস্কে সমালোচনাধর্মী সাংবাদিকতার অবশিষ্টাংশকে গলা টিপে ধরা হলো।’