নতুন স্মার্টফোন
লেনোভো ভাইব কে৫ প্লাস
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান লেনোভো নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘লেনোভো ভাইব ৫কে প্লাস’। এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবারের মতো লেনোভো কে৫ এবং লেনোভো তে৫ প্লাস স্মার্টফোন দুটি প্রদর্শন করেছিল লেনোভো।
চীনের বাজারে পাওয়া যাচ্ছে লেনোভো ভাইব কে৫ প্লাস। এ খবর জানিয়েছে ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা।
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ফুল-এইচডি ডিসপ্লে (১০৮০x১৯২০ পিক্সেল)। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ কোয়াড-কোর এসওসি এর সাথে ৪০৫ জিপিইউ এবং ২ জিবি র্যাম।
এতে আরো আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪.১, মাইক্রো-ইউএসবি ২.০। ব্যাটারি রয়েছে ২৭৫০ এমএএইচের।
লেনোভো কে৫ প্লাস স্মার্টফোনে রয়েছে ডুয়েল সিম সুবিধা, ফোরজি এলটিই কানেক্টিভিটি।
সিলভার, গ্রে এবং গোল্ড এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। তবে স্মার্টফোনটির দাম কত রাখা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।