সাতক্ষীরায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সাতক্ষীরায় বাসের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে খুলনাগামী ইমাদ পরিবহণের একটি বাস মোটরসাইকেলটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং মাহমুদুল নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত সিফাতকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল নিয়ে যায়। এরপর ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি হওয়ায় প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুলনাগামী ইমাদ পরিবহণের একটি বাস মোটরসাইকেলটির পেছন থেকে ধাক্কা দিলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’