ধর্মগ্রন্থ পোড়ালেই শাস্তি, ডেনমার্কে আসছে নতুন আইন
পবিত্র কোরআনসহ যেকোনো ধর্মগ্রন্থ পোড়ানোয় নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে উত্তর ইউরোপের দেশ ডেনমার্ক। আজ শুক্রবার (২৫ আগস্ট) দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র কোরআন পোড়ানোয় মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম হয়। তাই পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে যেকোনো ধর্মগ্রন্থ পোড়ালেই শাস্তির বিধান থাকছে বিলে। খবর এএফপির।
ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হাম্মেলগার্ড বলেন, ‘সরকার একটি বিল উত্থাপন করবে, যেখানে ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাসকে আঘাত করে এমন কিছু করা যাবে না। মূলত, জনসমাগম এলাকায় কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানো বা অমর্যাদা করা যাবে না।’
বিচারমন্ত্রী বলেন, ‘কোরআন পোড়ানো একটি অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ, যা ডেনমার্ক এবং এর স্বার্থের ক্ষতি করে।’
এএফপি জানিয়েছে, নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২তম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হবে। এই অনুচ্ছেদটি দেশটির জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট। হাম্মেলগার্ড বলেন, ‘ধর্মীয় গ্রন্থ পোড়ানো বন্ধের আইনটির মূল লক্ষ্য আমাদের জাতীয় নিরাপত্তা।’
পবিত্র কোরআন, বাইবেল ছাড়াও অন্যান্য ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রেও এই আইনটি কার্যকর হবে। পরিকল্পনাধীন আইনটি অমান্য করলে দুই বছরের জেল বা জরিমানা হতে পারে।