ময়মনসিংহে আগুনে দগ্ধদের নেওয়া হচ্ছে ঢাকায়
ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ছয়জন দগ্ধকে ঢাকায় নেওয়া হচ্ছে। আজ শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সানকিপাড়ায় তারা দগ্ধ হন। এরপর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আহতদেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে।
আহতরা হলেন—বাড়ির মালিক নজরুল (৩৫), তাঁর নাতি রুয়াত (৭) ও রুয়াতের বাবা সিয়াম (৪০), শ্রমিক সাব্বির (২২) বিল্লাল (৪০) ও সাইদুল (৪০)।
ঘটনার পর ময়মনসিংহ টাউন তিন নম্বর ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেছিলেন, ‘বাড়ির মালিক নতুন বাসায় ওঠার জন্য মিলাদের আয়োজন করেন। এসময় গ্যাস চুলায় আগুন জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।’