টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর বিকেল সোয়া পাঁচটায় সামাজিক মাধ্যম ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবরটি জানিয়েছেন আয়মান ও মুনজেরিন। আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন তিনি। মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি। তিনি মূলত ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে আলোচনায় আসেন। ছবি : আয়মান সাদিক ও ইকবাল বাহারের ফেসবুক পেজ থেকে নেওয়া