ময়মনসিংহ শহর রক্ষা বাঁধে ধস, শঙ্কায় স্থানীয়রা
টানা দুদিন ধরেই সারাদেশের মতো ময়মনসিংহে বৃষ্টিপাত হচ্ছে। আর এতেই ময়মনসিংহের শহর রক্ষা বাঁধের কিছু কিছু স্থান ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, টানা বৃষ্টিতে বাঁধের ১৪টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা।
আজ শুক্রবার (৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, দুদিনে শহরে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিকেলে সরেজমিনে বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে বাঁধের সিসি ব্লকগুলো নদীতে ধসে পড়েছে। কিছু কিছু স্থানে বিশাল গর্তের তৈরি হয়েছে। শঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় তারা।
পাউবোর সূত্রমতে, শহর রক্ষা বাঁধটির দৈর্ঘ্য আট দশমিক ৭৪ কিলোমিটার। বৃষ্টিতে বাঁধের ১৪টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ডিজাইন করা হচ্ছে।
ময়মনসিংহ পাউবোর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিন বলেন, ‘আমরা আজ ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছি। সার্ভে করার পর এখন স্টিমেট ও ডিজাইন করা হচ্ছে। প্রধান কার্যালয়ে পাঠানোর পর বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’