মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা করেছিল আইএস!
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অপহরণের পরিকল্পনা করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুধু প্রধানমন্ত্রীই নয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকেও অপহরণের পরিকল্পনা করেছিল এই সংগঠন। গত বুধবার দেশটির পার্লামেন্টে এ কথা বলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
মালয়েশিয়ার পার্লামেন্টে হামিদির বক্তব্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, ৩০ জানুয়ারি আইএসের সঙ্গে সম্পৃক্ত ১৩ ব্যক্তি মালয়েশিয়ার নেতাদের অপহরণের পরিকল্পনা করেছিল। এই নেতাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক, স্বরাষ্ট্রমন্ত্রী হামিদি ও প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন। আইএসের হামলা ঠেকাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে পুলিশের সাফল্য তুলে ধরে হামিদি এ কথা জানান।
হামিদি আরো বলেন, মালয়েশিয়ার পুলিশ দেশে আইএসের অন্তত চারটি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে।
উল্লেখ্য, উপপ্রধানমন্ত্রী হামিদি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। আর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন হিসামুদ্দিন হোসেইন।