হামদর্দ পাবলিক কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
হামদর্দ পাবলিক কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জমকালো ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমান বলেন, ‘জানতে হলে প্রশ্ন করতে হবে। জানার ও শেখার কোনো বয়স নেই।’
জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত করেন কাজী গোলাম রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘আলোকিত মানুষ হবার জন্য দরকার সঠিক শিক্ষা এবং সেই শিক্ষার যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজের ও মানুষের সেবা করা। এই কলেজের শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজের সেবা করবে আমরা এটাই প্রত্যাশা করি।’
সভায় স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, ‘সফলতা অর্জনের জন্য দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সাধনার বিকল্প নেই।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, কলেজের গভর্নিং বডির সভাপতি লে. জেনারেল (অব.) আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম ও কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের পরিচালক এবং বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। অনুষ্ঠানে কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী রকিবুল ইসলাম। তাকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি কাজী গোলাম রহমান। এ সময় কলেজের, পরিচিতি, ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হামদর্দ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।