একমি ল্যাবরেটরিজের মুনাফা বেড়েছে ৯ শতাংশ
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে আগের হিসাব বছরের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে দি একমি ল্যাবরেটরিজের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩০ কোটি ৩৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১১ কোটি ৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৯ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে দি একমি ল্যাবরেটরিজ। সমাপ্ত ২০২০-২১ হিসাববছরে বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে একমি ল্যাবরেটরিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৮৫ পয়সা।