ইউরিয়া সার কারখানাসহ ১১ প্রকল্প উদ্বোধন
নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাসহ ১১ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীতে পৌঁছান সরকারপ্রধান। সেখানে প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টার দিকে পলাশের ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন। পরে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন। দুপুর আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যয়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে জনসভায় তার বক্তব্য শুনতে সকাল থেকে সমাবেশস্থলে হাজার হাজার জনসাধারণ উপস্থিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আজ রোববার বেলা পৌনে একটার দিকে ইলেকট্রিক বোতাম চেপে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তার সাথে ছিলেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় দলীয় নেতা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে পুরো সার কারখানাটি ঘুড়ে দেখেন প্রধানমন্ত্রী। কীভাবে সার উৎপাদন হয় তাও পর্যবেক্ষণ করেন শেখ হাসিনা। এরপর স্থানীয় সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করে নেয়।