প্রোফাইল পিকচারে শান্তির বার্তা দিলেন ভারতীয় ও পাকিস্তানিরা
ক্রিকেট মাঠ বলুন অথবা সীমান্তে চিরবৈরী দুই প্রতিবেশীর নাম ভারত ও পাকিস্তান। কিন্তু এই বৈরিতার মাঝেও আছে শান্তির সম্ভাবনা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া দক্ষিণ এশিয়ার এই দুই দেশ নিয়ে অনেকেই এই সম্ভাবনাকে এগিয়ে রাখছেন, বিশেষ করে যখন চলছে টি-টোয়েন্ট ক্রিকেট বিশ্বকাপ।
ক্রিকেটের মাঠে উত্তেজনা থাকলেও ফেসবুকে এই দুই দেশের সমর্থকরা দিলেন শান্তির বার্তা। আর এই ঘটনাকে সামনে তুলে এনেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
আজ বুধবার, ফেসবুকে এক পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘গত সপ্তাহে ২০১৬ সালের টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপে নিজের দলকে সমর্থন জানানোর জন্য আমরা প্রোফাইল পিকচারে ফ্রেম যোগ করার সুযোগ করে দেই। কিন্তু ভারত ও পাকিস্তানে সমর্থকরা এ ক্ষেত্রে ভিন্ন ধরনের কাজ করেছেন। হাজার হাজার ভারতীয় সমর্থক, পাকিস্তান দলের সমর্থনে নিজেদের প্রোফাইল পিকচারে ফ্রেম পরিবর্তন করছেন আবার একইভাবে পাকিস্তানিরাও ভারতীয় দলের সমর্থনের ভারতের ব্যানারে প্রোফাইল রাঙিয়েছেন। আর এটা তারা করছেন শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাই তারা #ProfilesForPeace হ্যাশট্যাগটি ব্যবহার করছেন।’
নিজের বিস্ময় প্রকাশ করতে গিয়ে জাকারবার্গ লিখেছেন, ‘আমরা যখন প্রোফাইল পিকচার ফ্রেমটি পরিবর্তন করার অপশন যোগ করেছিলাম, তখন শুধু ভেবেছিলাম সমর্থকরা যেন তাদের নিজের দলকে সমর্থন করতে পারে। কিন্তু ক্রিকেট সমর্থকরা বুঝিয়ে দিলেন- যখন তারা বুঝতে পারে কোনো বিষয়টা তাদের মধ্যে বিভেদ তৈরি করছে, তখনই তারা আরো বেশি করে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বোধ করে।’
ফেসবুক ব্যবহারকারীরা facebook.com/profilepicframes পেজে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পছন্দের দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ব্যানার পরিবর্তন করতে পারবেন।
নিজের পোস্টে একটি খবরের লিংকও যোগ করেছেন জাকারবার্গ। স্পোর্টসকীড়া ডটকম নামের ভারতীয় ওই ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকদের প্রোফাইল পিকচারে ব্যানার পরিবর্তনের খবরটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আগামী ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখেই ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। ধর্মশালায় হওয়ার কথা থাকলেও এর ভেন্যু পরিবর্তন করে ইডেন গার্ডেনে নেওয়া হয়েছে।
ভারতে এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হচ্ছে।