২৪ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন : ফায়ার সার্ভিস
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসসহ ১৪টি যানবাহনে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সংস্থাটির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
মিডিয়া বিভাগ জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
গত ২৪ ঘণ্টায় ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি, রংপুর বিভাগে (দিনাজপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন, একটি ট্রাক, একটি নছিমন পুড়ে যায়।
এ ছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।