ফেসবুক মেসেঞ্জারে খেলা যাবে বাস্কেটবল
মেসেঞ্জারে মিনি বাস্কেটবল গেমের সুবিধা যুক্ত করেছে ফেসবুক। মেসেঞ্জারের চ্যাটবক্সে বাস্কেটবলের ইমোজি দিলেই চলে আসবে এই গেম খেলার সুযোগ। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ। আর এই গেম খেলাটাও বেশ সহজ করা হয়েছে। মূলত তাক করে জালে বল জড়ানো। জালে ঠিকঠাক বল জড়ালেই যোগ হবে পয়েন্ট। তবে জিততে হলে পরপর ১০ বার জালে বল জড়াতে হবে। বাস্কেটে প্রতিটা শট নেওয়ার পরই নতুন বল দেওয়া হবে।
প্রতিবার বল ফেলার পর গেমের লেভেল বাড়তে থাকবে অর্থাৎ গেমটি আরো কঠিন হবে।
সামনেই শুরু হতে যাচ্ছে এ বছরের বার্ষিক এনসিএএ কোলাজ বাস্কেটবল টুর্নামেন্ট। ‘মার্চ ম্যাডনেস’ নামেও পরিচিত এই টুর্নামেন্ট।
সেই পাগলামি ছড়িয়ে দিতেই ম্যাসেঞ্জারে নতুন এই সুবিধা যোগ করা হয়েছে।
এর আগে ম্যাসেঞ্জারে দাবা খেলার সুযোগ তৈরি করা হয়েছিল। ম্যাসেঞ্জারে দাবা খেলতে হলে চ্যাটবক্সে @fbchess লিখে বন্ধুকে পাঠাতে হবে। অপর প্রান্ত থেকে সাড়া দিলে দুজনে মিলে চ্যাটবক্সেই দাবার আসর বসিয়ে ফেলা যাবে।
৮০ কোটি ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে একটি শক্তিশালী যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে।
এটি এখন শুধু একটি চ্যাট প্রোগ্রামেই সীমাবদ্ধ নেই। এটি দিয়ে আপনি বিভিন্ন স্টিকার, জিআইএফ, ছবি, ভয়েস মেসেজ পাঠাতে পারেন।
বর্তমান সময়ে ফেসবুকের এই অ্যাপটির ভয়েস ও ভিডিওকল সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।