হবিগঞ্জের ৪ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা
হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি ঐক্যজোটসহ কয়েকটি সংগঠনের প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু জাহির, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন নিজ নিজ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শুক্রবার ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।