ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ৪
তুরস্কের ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র বলে পরিচিত তাকসিম স্কয়ারে বোমা হামলা হয়েছে। এতে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তুরস্কের ডিস্ট্রিক্ট গভর্নরের বরাতে এ খবরটি জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানায়, তাকসিম স্কয়ারের পাশে ইসতাকাল সড়কে স্থানীয় সময় সকাল ৮টায় এ হামলা হয়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। হামলার পর আতঙ্কিত মানুষ এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে হামলাস্থলে পৌঁছে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। একই সঙ্গে এলাকাটি ফাঁকা করে ফেলা হয়।
সম্প্রতি পরপর কয়েকটি হামলার শিকার হয়েছে তুরস্ক। গত রোববার আংকারার এক হামলায় ৩৭ জন নিহত হয়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আংকারায় সেনাবাহিনীর একটি বহরে বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হন। এ ছাড়া ২০১৫ সালের অক্টোবরে আংকারায় জোড়া বোমা হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান।