ঝিনাইদহের চারটি আসনে মনোনয়নপত্র জমা ৩৪
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দ্বাদশ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৪টি। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ তথ্য জানান।
ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা) মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সতন্ত্র জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস, জাতীয় পার্টিরমনিকা আলম, তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মো. আবু বক্কর, স্বতন্ত্র মুনিয়া আফরিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিছুর রহমান এবং স্বতন্ত্র মো. শিহাবুজ্জামান। প্রার্থীরা নিজে এবং প্রতিনিধির মাধ্যমে এ মনোনয়নপত্র জমা দেন।
ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদরের আংশিক এবং হরিণাকুণ্ডু উপজেলা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সতন্ত্র জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ফজলুল কবির, জাতীয় পার্টির মো. মাহফুজুর রহমান, তৃণমূল বিএনপির মো. জামরুল ইসলাম, বিএসপির মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, এনপিপির মো. মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. আব্দুল হান্নান খান এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) খোন্দকার হাফিজ ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-৩ (কোটচাদপুর-মহেশপুর উপজেলা) থেকে আওয়ামী লীগের মো. সালাহ উদ্দিন মিয়াজী, জাতীয় পার্টির আব্দুর রহমান, স্বতন্ত্র শফিকুল আজম খাঁন চঞ্চল, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, মো. আনিছুর রহমান, টি এম আজিবর রহমান, মোঃ নাজিম উদ্দীন ও জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদরে ৪টি ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম (আনার), জাকের পার্টির মো. ইছহাক আলী বিশ্বাস, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম (বাচ্চু), তৃণমূল বিএনপির সাবেক সংসদ সদস্য নূর উদ্দীন আহমেদ এবং স্বতন্ত্র মো. নজরুল ইসলাম, মো. আব্দুর রশিদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শুক্রবার ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।