মুন্সীগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন
জেলা সদরে আজ মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পঞ্চসার ও বজ্রযোগিনী ইউনিয়নে দুইটি মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে ঢাকার বিভাগীয় কমিশনার পঞ্চসার ইউনিয়ন অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এর আগে, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বিজয়ের মাসের প্রথমদিনে শহরের মুক্তিযোদ্ধাদের নাম খাচিত স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই হ্যান্ডবল প্রতিযোগিতায় ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ-এই চারজেলার ক্রীড়াবিদরা অংশ নেন।
উদ্বোধনী খেলা শেষে মুন্সীগঞ্জকে নিয়ে রচিত গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে সম্মিলিত নৃত্য পরিষদের শিল্পীরা।