ঢাকা-১৭ আসনে আলী আরাফাত-জি এম কাদেরসসহ বৈধ ১১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের আলী আরাফাত, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও সালমা ইসলামসহ ১১ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আর দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আজ সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানান।
সাবিরুল ইসলাম জানান, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মনোনয়নপত্রের সব তথ্য ঠিক থাকায় তা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জাপার আরেক প্রার্থী সালমা ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
এই রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মাসুদ খানের অনেক তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে তা বাতিল করা হলো। এ ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহারের প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হলো।’