ঢাকার পাঁচটি আসনে ৩২ মনোনয়ন বৈধ, বাতিল ১৪
ঢাকার পাঁচটি আসনে ৩২ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে এসব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর বাতিল করা হয়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) দুটি মনোনয়নপত্রের একটি বৈধ ও অন্যটি বাতিল করা হয়েছে।
ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমানেই সই করা এক বিজ্ঞপি্ততে এসব তথ্য মিলেছে। বিজ্ঞপ্তি বলছে, এই পাঁচটি আসনে মোট ৪৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-১ আসন থেকে ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৯টি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের দুটি মনোনয়নের মধ্যে একটি বাতিল হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২-এর অনুচ্ছেদ ১২-এর দফা ৫ অনুযায়ী, তার জমা দেওয়া সরিঅ-১/১ মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
এ ছাড়া ঢাকা-২ আসনে পাঁচটির মধ্যে তিনটি, ঢাকা-৩-এ ৯টির মধ্যে ছয়টি, ঢাকা-১৯-এ ১৩টির মধ্যে আটটি, ঢাকা-২০-এ ৯টির মধ্যে ছয়টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।