সস্তা আইফোন নিয়ে এলো অ্যাপল
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার অ্যাপল ইভেন্টে এই নতুন আইফোনটি উন্মুক্ত করা হয়।
নতুন এই আইফোনের নাম ‘আইফোন এসই’। এর মাধ্যমে আবার চার ইঞ্চির পর্দায় ফিরে গেল আইফোন।
এর দাম পড়বে ৩৯৯ থেকে ৬৪৯ মার্কিন ডলার পর্যন্ত। আগামী বৃহস্পতিবার থেকে আগাম অর্ডার নেওয়া শুরু হবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
নতুন ও বড় বাজারে প্রবেশের জন্য অপেক্ষাকৃত সস্তা এই আইফোনটি বাজারে ছাড়া হচ্ছে বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে এই ফোনটি দিয়ে চীন ও ভারতের বাজারে শক্ত অবস্থান তৈরি করে নিতে চাচ্ছে অ্যাপল।
নতুন আইফোন এসই-তে রয়েছে এ৯ চিপ। এতে রয়েছে অ্যাপল পে। সেই সঙ্গে জনপ্রিয় রোজ গোল্ড রঙে পাওয়া যাবে আইফোন এসই।
এ ছাড়া অ্যাপল ইভেন্টে উন্মুক্ত করা হয়েছে অ্যাপল ওয়াচের জন্য নতুন রিস্টব্যান্ড, ৯ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের নতুন আইপ্যাড প্রো ট্যাবলেট।
২০১৪ সালে ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৬ প্লাস বাজারে ছেড়েছিল অ্যাপল। বাজারে আইফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোর তুলনায় এগিয়ে থাকতেই বড় স্ক্রিনের ফোন বাজারে ছেড়েছিল অ্যাপল।