কাল ‘ডাঙ্কি’র মুক্তি, প্রথম শো কখন?
বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই বক্স অফিসে ম্যাজিক। ২০২৩ সালে শাহরুখ অভিনীত পাঠান ও জওয়ান সিনেমার আয় দুই হাজার কোটি ছাড়িয়ে গেছে। সাফল্যের এ ধারাবাহিকতায় এবার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘ডাঙ্কি’। আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ মিনিটে ‘ডাঙ্কি’র প্রথম শো রয়েছে। মুম্বাইয়ে ‘ডাঙ্কি’র পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ।
তবে পরিবেশক এসভিএফ টিমের এক সদস্যের দাবি, যদি সকাল ৭টায় প্রথম শো’এর আয়োজন করা হয় তাহলে অনেক বেশি দর্শক সিনেমাটা দেখতে পারবেন। ৭টার আগে আগে শো আয়োজিত হলে ঠাণ্ডায় দর্শক সিনেমা দেখতে যাবেন কি না, তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।
সিনেমাটির পরিবেশকের দাবি, তাদের কাছে শাহরুখ খানের বেশ কিছু ফ্যান ক্লাবের তরফ থেকে সকাল ৬টায় শো চেয়ে ফোন গিয়েছে। ফ্যান ক্লাবকে তারা জানিয়েছেন, যদি ফ্যান ক্লাবের তরফ থেকে সম্পূর্ণ প্রেক্ষাগৃহ বুক করার অনুরোধ আসে, সেক্ষেত্রে তারা অনুমতি দেবে। কিন্তু সাধারণ দর্শকের জন্য পূর্ব নির্ধারিত সময়েই শো থাকবে।
এই প্রসঙ্গে শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের সদস্য সূর্যেন্দ্র বাগচী আনন্দবাজারকে বললেন, ‘আমরা সকাল ৬টায় শো চেয়েছিলাম। কিন্তু ওনারা বলেছেন, পুরো হল বুক করতে হবে। তাছাড়া, আমরা অন্য একটি হলে সকাল ৯টার শো পেয়েছি। তাই অযথা সকালের শো আর নিতে চাইছি না।’
এদিকে ভারতের আরেক শহর কলকাতায় ভোর ৫টায় ছিল ‘জওয়ান’-এর শো। তবে সবশেষ তথ্যমতে, শহরে এবার ‘ডাঙ্কি’র প্রথম শো হবে সকাল ৭টায়। শহরের লেক মার্কেট এলাকার একটি মাল্টিপ্লেক্সে এই শো’এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই শো‘য়ের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, ডাঙ্কি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। আর ডিসেম্বরে অনেক শীত। তাই শীতের সকালে ভোরে শো‘য়ের আয়োজন করলে দর্শকদেরই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সকাল ৭টা ভালো সময় বলেই মনে করা হচ্ছে। এখন ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ প্রথম দিনে বক্স অফিসে কী রকম ব্যবসা করে, তা জানার অপেক্ষা।