ব্রাসেলসে অল্পের জন্য বাংলাদেশির প্রাণরক্ষা
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দরের বিস্ফোরণে ভাগ্যগুণে বেঁচে গেছেন বাংলাদেশি যুবক ইকবাল হোসেন বাবু। তিনি বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। বিমানবন্দরে দুই দফা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন, আহত আরো বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন ইকবাল হোসেন বাবু। নিরাপদ অবস্থানে গিয়ে এনটিভি অনলাইনকে তিনি টেলিফোনে জানান, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। টার্মিনাল ভবনের নড়াচড়া অনুভব করা যাচ্ছিল। বিমানবন্দরে উপস্থিত লোকজন প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেছিল।
ইকবাল হোসেন আরো জানান, প্রথমে কিছু বোঝা যায়নি। মুলত আমেরিকান এয়ারলাইনসের চেক-ইন ডেস্কের দিক থেকেই বিস্ফোরণ দুটির শকওয়েভ ছুটে আসে অপেক্ষারতদের দিকে। আমার পাশেই কতগুলো মানুষের প্রাণ যেতে দেখলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, বিস্ফোরণের ফলে টার্মিনালের জানলার কাচগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে।
ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে লোকজনকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে বলেছে।