মানুষ বিমা করে, কিন্তু কিছুই পায় না
দেশের বিমাশিল্পে নৈতিকতার বড়ই অভাব আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, মানুষ বিমা করে, কিন্তু কিছুই পায় না। ফলে এ খাতের প্রতি মানুষের আগ্রহ থাকে না। যদিও দ্বিতীয় সর্বোচ্চ জনশক্তির খাত এটি।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘একসময় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বিমা খাতের দেখাশোনা করত। ফলে তেমনভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। এক ধরনের অনিয়ন্ত্রিতভাবে আমাদের এ শিল্প গড়ে উঠেছে। শিল্পকে নিয়ন্ত্রণ করতে তত্ত্বাবধায়ক সরকার প্রথম উদ্যোগ গ্রহণ করে। এর পর আওয়ামী লীগ সরকার এসে তা বাস্তবায়ন করে।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘বিমা আইন, ২০১০-এর মাধ্যমে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়েছে। এটি গঠন করার পর খুব সুন্দর করে তারা এ খাত পরিচালনা করছে। এখন বিমাশিল্পের বিকাশ মন্দ নয়।’
ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘বিমা খাত এ দেশে অবহেলিত। বিমা সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে হবে। এর জন্য আইডিআরএকে আরো শক্তিশালী করা প্রয়োজন।’
কবির হোসেন বলেন, ‘বিমা দাবি নিষ্পত্তিতে কোম্পানিগুলোর জবাবদিহির অভাব রয়েছে। এতে গ্রাহক তাদের আস্থার স্থানটিকে উন্নত করতে পারছে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আস্থা ও বিমার সঠিক লক্ষ্য জনগণের কাছে তুলে ধরতে হবে।’
আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদ বলেন, ‘সরকারের কর্মক্ষেত্র বাড়ছে। দেশের উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। কিন্তু সে তুলনায় বিমা খাতকে আমরা আশানুরূপ ভূমিকায় নিতে পারিনি। এর সংস্কারের অংশ হিসেবে আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা খরচ কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমার সঠিক ধারণা তুলে ধরতে কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আইডিআরএ কাজ করছে।’
শেফাক আহমেদ জানান, ১৯টি জীবন বীমা কোম্পানি ২০১৩ সালে বিমা দাবির এক হাজার ৫৬৪ কোটি টাকা, ২০১৪ সালে দুই হাজার ১১০ কোটি টাকা ও ২০১৫ সালে প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে।
‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ স্লোগান সামনে রেখে দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, আইডিআরএর সদস্য মো. কুদ্দুস খান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রমুখ।