দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেবে বাংলাদেশ ব্যাংক : ইআরএফ
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ)।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
এ বৈঠকে অন্যদের মধ্যে ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাবেক অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জিয়াউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডেপুটি গভর্নরকে আমরা বলেছি দেশের স্বার্থেই সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে সংবাদ সংগ্রহ করতে আসেন। সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা ভালো উদ্যোগকে এগিয়ে নিতে যেমন উৎসাহিত করি, তেমনি কোনো ত্রুটি-বিচ্যুতিকে অপসারণে চাপ সৃষ্টি করি। তাই বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছি।’
জিয়াউর রহমান আরো বলেন, এস কে সুর বিষয়টি গভর্নরের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাই দু-একদিনের মধ্যেই নিষেধাজ্ঞা ওঠে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সাংবাদিকদের আশ্বস্ত করেন। নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘বিষয়টি বিকেলের মধ্যেই দেখছি।’
বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকের কোনো বিভাগেই সংবাদকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর কয়েকদিন আগে থেকে ৩০ তলা ভবনের অবস্থিত বিভাগগুলোতে সংবাদকর্মীদের যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না। ওই সময়ে সিআইডি কর্মকর্তাদের তদন্ত কাজের অজুহাত দেওয়া হলেও গভর্নর ভবনে কোনো কারণ ছাড়াই সংবাদকর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ওই সময়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, ‘অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেব।’