মশালের আগুনে জ্বলল প্রাইভেটকার
ময়মনসিংহ শহরে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মশালের আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি প্রাইভেটকার। আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নওমহল এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেটকাটির মালিক তনু ও তাঁর বন্ধু কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে জীবন বাঁচিয়েছেন।
স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় একদল যুবক মশাল মিছিল নিয়ে ঘটনাস্থলে আসে। প্রথমে তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গাড়িতে মশাল নিক্ষেপ ও ভাঙচুর চালিয় গাড়ির যাত্রীদের নামতে বাধা দেয় তারা। পরে ত্রিপল নাইনে কল করেন স্থানীয় বাসিন্দা শাহীন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
এ সময় গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। খবর পেয়ে র্যাব, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে গাড়ির মালিক তনু ও ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ঘটনার পর থেকে বিভাগীয় এই শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।