জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে নির্বাচিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক তৃতীবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলামকে পরাজিত করে প্রায় ৯৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে নাটোর-৩ (সিংড়া) আসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রতিমন্ত্রী পলক নৌকা প্রতীক নিয়ে লড়াই করেন।
নাটোর-৩ আসনে ভোটের লড়াইয়ে জুনাইদ আহমেদ পলকের প্রতিদ্বন্দ্বী ছিলেন—বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী মো. আলতাফ হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকের প্রার্থী মো. আমিরুল ইসলাম, ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. শফিকুল ইসলাম, ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. আব্দুল্লাহ-আল-মামুন, বিকল্পধারা বাংলাদেশ থেকে কুলা প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনিসুর রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান।