স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট অ্যালবাম বানাবে গুগল ফটোস
ইন্টারনেটে ছবি জমা রাখার জন্য গুগলের ক্লাউড সেবা ‘গুগল ফটোস’ স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু কাজ করে থাকে। যেমন একই ধরনের ছবিকে জোড়া দিয়ে কোলাজ কিংবা অ্যানিমেশন বানিয়ে ফেলা।
এবার এ তালিকায় আরো নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে, আর তা হলো স্বয়ংক্রিয় অ্যালবাম তৈরির সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল ও টেকনোবাফেলো জানিয়েছে এ খবর।
এই নতুন ফিচারের আওতায় যখন একজন ব্যবহারকারী তাঁর গুগল ফটোসে নতুন ছবি আপলোড করবেন, তখন গুগল ফটো তাঁকে একই ধরনের ছবিগুলো বেছে একটি অ্যালবাম তৈরির সুপারিশ জানাবে।
এ ক্ষেত্রে গুগল সবচেয়ে সেরা ছবিগুলোই বেছে বেছে বের করবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। গুগল ফটোস স্বয়ংক্রিয়ভাবে অ্যালবামের লোকেশন ম্যাপ ঠিক করবে। আর ঠিক একই রকম অনেক ছবি আপলোডের তালিকায় থাকলে, সেরা ছবিগুলোই ঠাঁই পাবে সে অ্যালবামে।
একই সঙ্গে থাকছে অ্যালবামে ক্যাপশন লেখার সুযোগ। তা ছাড়া একই অ্যালবামে যুক্ত করা যাবে অন্য ব্যবহারকারীদেরও, যাঁরা একই অ্যালবামে আরো ছবি যোগ করার সুযোগ পাবেন।
তবে স্বয়ংক্রিয় অ্যালবাম তৈরির এই ফিচার যুক্ত হওয়ার ফলে নিজের ইচ্ছামতো অ্যালবাম তৈরির সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। নিজের পছন্দসই ছবি নির্বাচন করে যেকোনো গুগল ফটো ব্যবহারকারী তৈরি করে ফেলতে পারেন তাঁর কাঙ্ক্ষিত অ্যালবাম। সঙ্গে সংযুক্ত করতে পারবেন জুতসই ম্যাপ, পিনস এবং ক্যাপশন।
২০১৫ সালের মাঝামাঝি চালু হওয়া গুগলের এই সেবা এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আর ছবি সংরক্ষণের এই সেবা বিশ্বজুড়ে প্রায় ১০ কোটি মানুষ নিয়মিত ব্যবহার করছে। আনলিমিটেড ক্লাউড স্টোরেজের সুযোগ থাকায় এর জনপ্রিয়তা বাড়ছে।
গুগল ফটোর অ্যালবাম সুবিধা এখন থেকে তাদের ওয়েবসাইট এবং আইওএস ও অ্যানড্রয়েড অ্যাপেও পাওয়া যাবে।