লিবিয়ায় সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
লিবিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার বেনগাজিতে এ ঘটনা ঘটে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া চার ব্যক্তির মধ্যে তিনজন বাংলাদেশি। তাঁরা হলেন যশোরের হাসান, রাজবাড়ীর রহিম ও ঝিনাইদহের হুমায়ুন।
আশরাফুল ইসলাম আরো জানান, নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তিনি পাকিস্তানের নাগরিক হতে পারেন।