অটোরিকশার ধাক্কায় গেল শিশু রোজা মনির প্রাণ
গতকাল ভর্তি হয়ে আজ মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল আদিবা ইসলাম রোজা মনি (৫)। কিন্তু তার আর স্কুলে পৌঁছা হয়নি। একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা ইসলাম রোজা মনি নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার রানিসার গ্রামের মো. বোরহান সিকদারের ছোট মেয়ে। আর সিএনজিচালিত অটোরিকশার চালক পৌরসাভার ১ নং ওয়ার্ডের আলী বক্স বাঘার ছেলে কবির হোসেন (৪৫)।
গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০দিকে থেকে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল আদিবা। পথে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে আলম জিকু তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। তবে অটোরিকশা চালক পালিয়ে গেছেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক । চালককে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।