দেগুইতোর বিশ্রামের আবেদনে অনুমতি ফিলিপাইনের সিনেটের
ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোর এক সপ্তাহ বিশ্রামের আবেদন মঞ্জুর করেছে দেশটির সিনেট গঠিত ব্লু রিবন কমিটি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির সিনেটের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০৮ কোটি টাকা) চুরি হয়। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে। এই অর্থছাড় হয় দেগুইতোর হাত দিয়ে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে দেশটির সিনেট।
ফিলিপাইনের সিনেটের শুনানিতে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দেগুইতোর পক্ষে ছিলেন আইনজীবী রেনে সাগুস্যাগ।
চলমান তদন্তের কারণে দেগুইতো শারীরিক ও মানসিকভাবে সমস্যায় আছেন বলে আবেদনে উল্লেখ করেন সাগুস্যাগ। তিনি বলেন, ‘যদি আবেদন মঞ্জুর হয় আমরা কৃতজ্ঞ থাকব।’
এ ব্যাপারে সিনেট কমিটির চেয়ারম্যান তিওফিস্তো গুইনগোনা বলেন, ‘আগামী সপ্তাহে দেগুইতো উপস্থিত হবেন এই শর্তে আমরা এই আবেদন মঞ্জুর করতে পারি।’
আগামী ৫ এপ্রিল সিনেটের সভা অনুষ্ঠিত হবে বলে জানান গুইনগোনা।