রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেল আমরা নেটওয়ার্কস
পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পাানিটি পুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা উত্তোলন করবে।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৯০০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি জানায়, আমরা নেটওয়ার্কসের ১ : ২ অনুপাতে তিন কোটি ৯৯ লাখ তিন হাজার ৩০৪টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর করবে। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দর নির্ধারণ হয়েছে ৩০ টাকা।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারণ ও রাইট ইস্যু সংক্রান্ত খাতে ব্যয় করবে। রাইটস শেয়ারের নথি অনুযায়ী, গত ২০২২-২০২৩ অর্থবছরের (জুলাই-জুন) সমাপ্ত হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৩৮ টাকা ১১ পয়সা। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) তিন টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।