নকল মেহেদী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মুকসুদপুরের সর্দি গ্রামে ঈদকে সামনে রেখে নকল মেহেদী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল মেহেদী বানানোর সরঞ্জাম উদ্ধার এবং ৬০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে ওই নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদী তৈরির মালামাল ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আসন্ন রোজার ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দি গ্রামে মেসার্স নুর কসমেটিকসের মালিক মো. নিরু মিয়া কারখানায় বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়ক নকল করে মেহেদী তৈরি করে মজুদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব নকল মালামাল ধ্বংস করে দেওয়া হয়।